মোট শূন্যপদ : 8,500 টি।
বয়স সীমা : 2020 সালে 31 শে ডিসেম্বর অনুযায়ী বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
আগামী এপ্রিল মাসে অ্যাপ্রেন্টিস পদে প্রার্থী বাছাই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত 2020 সালে 20 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্রেন্টিস পদের অগ্রাধিকার প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করেছে ভারতীয় স্টেট ব্যাংক।
মাসিক বেতন : 16,500 থেকে 19,000 টাকা অ্যাপ্রেন্টিস পদে।
নিয়োগের পদ্ধতি : লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী সময়ে পরীক্ষার্থীদের তারিখ ঘোষণা করে দেয়া হবে আবেদনকারীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে এপ্রিল মাসে পরীক্ষার ঘোষণার ফলে সমস্ত সংসারের অবসান হলো।
ওয়েবসাইটের লিংক : https://www.onlinesbi.com/
বিজ্ঞপ্তি লিংক :
টেলিগ্রাম লিংক : https://t.me/Karmasandhanofficials
SBI apprentice recruitment 2021 8,500 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
Reviewed by Karmasandhan Recruitment
on
মার্চ ১৭, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই: