Google

Ad

ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর

 


১)কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?

উঃ 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।

২)প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উঃআলবুকার্ক।

৩)আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?

উঃ1510 খ্রিস্টাব্দে।

৪)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।

৫)ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিলেন?

উঃসুরাট,1613 খ্রিস্টাব্দে।

৬)স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন?

উঃইংল্যান্ডের রাজা প্রথম জেমস,1615 খ্রিষ্টাব্দে।

৭)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ1664 খ্রিস্টাব্দে।

৮)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উঃসুরাট,1668 খ্রিস্টাব্দে।

৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উঃমুসলিপত্তনম,1669 খ্রিস্টাব্দে।

১০)মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?

উঃ মহম্মদ হাদি।১১)মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?

উঃ মোগল সম্রাট ঔরঙ্গজেব।

১২)কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ) স্থানান্তর করেছিলেন?

উঃমুর্শিদকুলি খাঁ।

১৩)মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?

উঃপ্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)

১৪)"হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিলেন?

উঃপ্রথম বাজিরাও

১৫)বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃআয়ার কূট।

১৬)জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?

উঃ1690 খ্রীঃ।

১৭)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?

উঃ1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।

১৮)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেন?

উঃ3000 টাকা।

১৯)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলাদেশে দুর্গ নির্মাণ করার অধিকার লাভ করে?

উঃ1696 খ্রিস্টাব্দে।

২০)কলকাতায় ফোর্ট উইলিয়াম কবে এবং কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?

উঃ1700 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে।২১)ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?

উঃ1717 খ্রিস্টাব্দে।

২২)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?

উঃ1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।

২৩)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়?

উঃ1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমানকে।

২৪)অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী কে প্রচার করেন?

উঃহলওয়েল।

২৫)সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেছিল?

উঃ1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।

২৬) কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?

উঃসিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।

২৭)সিরাজদৌলা কাকে আলিনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?

উঃমানিকচাঁদকে।

২৮)পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন; ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে।

২৯)পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হয়েছিলেন?

উঃ মোহনলাল এবং মীর মদন।

৩০)মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদে বসেছিলেন?

উঃ নজমউদ্দৌলা।৩১)ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

উঃনানা ফড়নবিশ।

৩২)রাজঘাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1806 খ্রিস্টাব্দে, হোলকার ও জর্জ বার্লো।

৩৩)কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটেছিল?

উঃলর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।

৩৪)স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃহায়দার আলী।

৩৫)1784 ম্যাঙ্গালোরের সন্ধিকে কে "অপমানজনক শান্তি" বলে অভিহিত করেছেন?

উঃ ওয়ারেন হেস্টিংস।

৩৬)কোন রাজ্য আক্রমণকে কেন্দ্র করে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয় ?

উঃ ত্রিবাঙ্কুর রাজ্য।

৩৭)অযোধ্যা কবে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে?

উঃ1801 খ্রিস্টাব্দে।

৩৮)সদাশির ও মলভেরির যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ1799 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (লর্ড ওয়েলেসলি) ও টিপু সুলতান।

৩৯)1814-16 খ্রিষ্টাব্দে সংঘটিত ইঙ্গ-নেপাল যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃঅক্টারলোনি।

৪০)সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ1816 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালি নেতা অমর সিং ছাপা।৪১)দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

উঃ1852 খ্রিস্টাব্দে।

৪২)দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড ডালহৌসি।

৪৩)রঞ্জিত সিংহকে কে "রাজা" উপাধি দিয়েছিলেন?

উঃআফগানিস্তানের অধিপতি জামান শাহ।

৪৪)রঞ্জিত সিংহ কবে অমৃতসর জয় করেছিলেন?

উঃ1802 খ্রিষ্টাব্দে।

৪৫)"নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ" কাকে বলা হয়?

উঃরঞ্জিত সিংহ।

৪৬)রঞ্জিত সিংহকে কে "নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ" বলে অভিহিত করেছেন?

উঃ ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমোঁ।

৪৭)রণজিৎ সিংহের অর্থমন্ত্রী কে ছিলেন?

উঃদেওয়ান দীননাথ।

৪৮)রঞ্জিত সিং এর মৃত্যুর পর কে সিংহাসনে কে ছিলেন?

উঃখড়্গ সিং।

৪৯)ঝিন্দন কে ছিলেন?

উঃরণজিৎ সিংহের স্ত্রী।

৫০)চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ1849 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখদের মধ্যে।৫১)কোন যুদ্ধে শিখরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং শিখ রাজ্য পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উঃগুজরাটের যুদ্ধ, 1849।

৫২)ভারতের কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃলর্ড ডালহৌসি।

৫৩)আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?

উঃলর্ড ডালহৌসি।

৫৪)স্বত্ববিলোপ নীতি কে কবে প্রবর্তন করেন?

উঃ লর্ড ডালহৌসি, 1848 খ্রিস্টাব্দে।

৫৫)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি দ্বারা সর্বপ্রথম কোন দেশীয় রাজ্যটি অধিগ্রহণ করেছিলেন?

উঃসাতারা, 1848 খ্রিস্টাব্দে।

৫৫)লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে কবে নাগপুর, করৌলি ও ঝাঁসি অধিগ্রহণ করেছিলেন?

উঃ1854 খ্রীঃ।

৫৬)রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?

উ1773 খ্রিস্টাব্দে।

৫৪)বাংলার কোন শাসনকালে রেগুলেটিং অ্যাক্ট পাশে হয়েছিল?

উঃলর্ড ওয়ারেন হেস্টিংস।

৫৫)1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃলর্ড নর্থ।

৫৬)"Ruin of Indian Trade and Industries" গ্রন্থটি কে রচনা করেন?

উঃবি.ডি.বসু।

৫৭)বারাণসীতে সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃজোনাথন ডানকান, 1792 খ্রিস্টাব্দে।

৫৮)রাজা রামমোহন রায়কে কে "ভারতীয় জাতীয়তাবাদের জনক" বলে অভিহিত করেছেন?

উঃজহরলাল নেহেরু।

৫৯)রাজা রামমোহন রায়কে কে "আধুনিক ভারতের স্রষ্টা" বলে অভিহিত করেছেন?

উঃস্পার্সিভ্যাল স্পিয়ার।

৬০)তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর, 1839 খ্রিস্টাব্দে।৫১)কোন যুদ্ধে শিখরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন এবং শিখ রাজ্য পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উঃগুজরাটের যুদ্ধ, 1849।৫২)ভারতের কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

উঃলর্ড ডালহৌসি।

৬২)ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী (Traditional Modernizer) কাকে বলা হয়?

উঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬৩)কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী (Traditional Modernizer) বলে অভিহিত করেছেন?

উঃ অমলেশ ত্রিপাঠী।

৬৪) "লোকহিতবাদী" কাকে বলা হয়?

উঃ গোপালহরি দেশমুখ।

৬৫)মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি কে কবে গঠন করেন?

উঃ বিষ্ণু শাস্ত্রী পন্ডিত,1850 খ্রিস্টাব্দে।

৬৬)"সত্যপ্রকাশ" পত্রিকা কে কবে প্রকাশ করেন?

উঃ করশনদাস(কৃষ্ণদাস) মূলজি,1852 খ্রিস্টাব্দে।

৬৭)ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ লর্ড ওয়েলেসলি, 1800 খ্রিস্টাব্দে।

৬৮)ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কি ছিল?

উঃ এথেনিয়াম।

৬৯) কানপুরে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ নানাসাহেব।

৭০)বেরেলিতে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ খান বাহাদুর খান।৭১)কে সিপাহী বিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলে অভিহিত করেছেন?

উঃ বিনায়ক দামোদর সাভারকার।

৭২) কোন সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়?

উঃ 1813 খ্রিস্টাব্দে সনদ আইন।

৭৩) মহারানী ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়?

উঃ 1877 খ্রিস্টাব্দে।

৭৪)কে ভারতে দেশীয় রাজ্যগুলিকে "ব্রিটিশ সাম্রাজ্যের রক্ষা প্রাচীর" (Bulwark of the Empire) বলে অভিহিত করেছেন?

উঃ ঐতিহাসিক পি.ই.রবার্টস।

৭৫) কে দেশীয় রাজ্যের রাজাদের "ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী" বলে অভিহিত করেছেন?

উঃ মহত্মা গান্ধী।

৭৬)কে দেশীয় রাজ্যের রাজাদের "ঘরের শত্রু বিভীষণ" বলে অভিহিত করেছেন?

উঃ জহরলাল নেহেরু।

৭৭) ভারত ও আফগানিস্তানের সীমানা "ডুরান্ড লাইন" কি কবে চিহ্নিত করেন?

উঃ 1892 খ্রিস্টাব্দে, স্যার মার্টিন ডুরান্ড।

৭৮)কোন ভাইসরয়ের শাসনকালে ভারত ও আফগানিস্তানের সীমানা "ডুরান্ড লাইন" চিহ্নিত হয়?

উঃ লর্ড ল্যান্সডাউন।

৭৯) কোন সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান ঘটে?

উঃ 1919 খ্রিস্টাব্দে, রাওয়ালপিন্ডির সন্ধি।

৮০) গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

উঃ ভারতে রেলপথ নির্মাণ।৮১)অ্যাকওয়ার্থ কমিটি কবে এবং কেন গঠিত হয়েছিল?

উঃ1919 খ্রিস্টাব্দে, ভারতে রেলপথের সম্প্রসারণে এবং রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্য।

৮২)অ্যাকওয়ার্থ কমিটির সভাপতি কে ছিলেন?

উঃ স্যার উইলিয়ামঅ্যাকওয়ার্থ।

৮৩) ভারতের কোথায় এবং কবে প্রথম পাটকল স্থাপিত হয়?

উঃ হুগলি জেলার রিষড়ায়, 1855 খ্রিস্টাব্দে।

৮৪)হুগলি জেলার রিষড়ায় কে ভারতের প্রথম পাটকল টি স্থাপন করেছিলেন?

উঃ জর্জ অকল্যান্ড।

৮৫)1916 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে শিল্প কমিশন গঠিত হয়েছিল?

উঃ টমাস হল্যান্ড।

৮৬)1916 খ্রিস্টাব্দে টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্প কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?

উঃ ভারতীয় শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্যে ভারতীয় মূলধন বিনিয়োগের সম্ভাবনা বিচার করার উদ্দেশ্যে।

৮৭) হান্টার কমিশন কে কবে গঠন করেন?

উঃ 1882 খ্রিস্টাব্দে, লর্ড রিপন।

৮৮)1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন কেন গঠন করা হয়েছিল?

উঃ 1854 খ্রিষ্টাব্দের উডের নির্দেশনামার কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুসন্ধানের জন্য।

৮৯)1882 খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন?

উঃ স্যার উইলিয়াম হান্টার।

৯০)1882 খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল?

উঃ 1883 খ্রিস্টাব্দে।৯১)ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রালে কমিশন কে কবে গঠন করেন?

উঃ লর্ড কার্জন, 1902 খ্রিস্টাব্দে।

৯২)কবে কার নেতৃত্বে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়?

উঃ 1902 খ্রিস্টাব্দে, স্যার টমাস রালে।

৯৩)ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের ভারতীয় সদস্য কারা ছিলেন?

উঃস্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হোসেন বিলগ্রামী।

৯৪) কবে এবং কার উদ্যোগে বিবাহ সম্মতি আইন পাশ হয়?

উঃ1891 খ্রিস্টাব্দে, বেহরামজী মেরওয়ানজী মালাবারী

৯৫) পুনা সার্বজনীক সভা কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ 1870 খ্রিস্টাব্দে, মহাদেব গোবিন্দ রানাডে।

৯৬)লাহোরে "দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ" কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ1886 খ্রিস্টাব্দে, লালা হংসরাজ।

৯৭) হরিদ্বারে গরুকুল আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেন?

উঃ স্বামী শ্রদ্ধানন্দ, 1902 খ্রিস্টাব্দে।

৯৮)"মহারাষ্ট্র জীবন প্রভাত" এবং "রাজপুত জীবন সন্ধ্যা" উপন্যাস দুটি কে রচনা করেন?

উঃ রমেশচন্দ্র দত্ত।

৯৯) ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ1916 খ্রিস্টাব্দে, বোম্বাইত১০০)বোম্বাইতে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? ১০০)বোম্বাইতে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ আচার্য ধন্দ কেশব কার্ভে ও শ্রীমতি থ্যাকারসে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.