Google

Ad

কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions

              


1.সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন?


 উঃ 2012 সালে।


2.বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? 


উঃ চীন।


3.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? 


উঃ শ্রীগুপ্ত।


4.জৈনদের 24 তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? 


উঃ মহাবীর।


5.কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? 


উঃ 323 খ্রীষ্টপূর্বাব্দে।


6.সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 


উঃ হরিষেণ।


7.গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত আর্থিক সাহায্য দিচ্ছে? 


উঃ 400 মিলিয়ন ডলার।


8.কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? 


উঃ বিধানচন্দ্র রায়


9.ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? 


উঃ ইলতুৎমিস।


10.চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? 


উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।


11.আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 


Ans- ২১ জুন।


12.তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? 


Ans- ২০১৪ সালের ২ জুন।


13.ভারতের তোতাপাখি কাকে বলা হয়?


 উঃ আমির খসরুকে।


14.সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? উঃ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার।


15.সম্প্রতি কোন দেশ শিল্প ও চিকিৎসার জন্য গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল?


 Ans- লেবানন।


16.জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়?


 Ans- ২৪ এপ্রিল।


17.শেষ মোগল সম্রাট কে ছিলেন? 


উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।


18.তানসেনের আসল নাম কি? 


উঃ রামতনু পান্ডে।


19.Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর- ১০৭৫


20.বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 


Ans- ২২ মার্চ।


21.কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 


উঃ 1817 খ্রিস্টাব্দে।


22.দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? 


উঃ লর্ড ক্লাইভ।


23.কেন্দ্রীয় সরকার দ্বারা ২০২০ সালের পদ্ম পুরস্কারে মোট কত জনকে পুরস্কৃত করা হয়েছে? 


Ans- ১৪১ জনকে।


24.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?


 Ans- ২১ ফেব্রুয়ারী।


25.কত সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 


উঃ 1931


26.একশালা বন্দোবস্ত চালু করেন কে? 


উঃ 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।


27.National Youth Day কবে পালিত হয়? 


Ans- ১২ জানুয়ারী।


28.হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে? 


উঃ যকৃত।


29.SAARC -এর নবীনতম সদস্য দেশ কোনটি? 


উঃ আফগানিস্থান।


30.নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 


উঃ 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।


31.মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? 


উঃ হুগো দে ভ্রিস।


32.মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে?


 উঃ লঘু মস্তিষ্ক।


33.কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি?


 উঃ কৃষ্ণ মৃত্তিকা।


34.দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?


 উঃ কোয়েম্বাটুর।


35.গ্যালভানাইজেশন কোন ধাতু দ্বারা করা হয়? 


উঃ জিংক ধাতু।


36.কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? 


উঃ হাইড্রোজেন।


37.ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?


 উঃ মালদ্বীপ।


38.চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?


 উঃ 1973


39.কোন বর্ণের আলোর চ্যুতি বেশি? 


উঃ বেগুনি।


40.কোন বর্ণের আলোর চ্যুতি কম? 


উঃ লাল।


41.ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?


 উঃ তামিলনাড়ুর কালাপক্কম।


42.PSLV পুরো নাম কি? 


উঃ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস।


43.পরমশূন্য উষ্ণতার মান কত? 


উঃ -273℃


44.আতস কাচ কি ধরনের লেন্স?


 উঃ উত্তল লেন্স।


45.চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান কে কি বলে? 


উঃ সিজিগি।


46.ইরাকের রাজধানীর নাম কি? 


উঃ বাগদাদ।


47.পশ্চিমবঙ্গে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? 


উঃ ২ টি


48.পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? 


উঃ পশ্চিম বর্ধমান।


49.কাকে ভারতের রূঢ় বলা হয়? 


উঃ দুর্গাপুর।


50.ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র কোনটি? উঃ ঝাড়খণ্ডের ঝরিয়া।


কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - WBP Last Night Suggestions Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.