Google

Ad

ইতিহাস কুষান বংশ ও কনিষ্ক | কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল | কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে





 এই কুজুল কদফিসেস ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা । কুজুল কদফিসেস মারা গেলে তাঁর পুত্র বিম কদফিসেস রাজা হন । কণিষ্ক (Kanishka) : কণিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা । ... তবে অধিকাংশ পণ্ডিতই মনে করেন ৭৮ খ্রিস্টাব্দে “শকাব্দ” নামে যে বর্ষগণনা শুরু হয়, কণিষ্ক ছিলেন তার প্রবর্তক 



* সর্বভারতীয় মহিলা সম্মেলন প্রতিষ্ঠা - শ্রীমতি কমলা দেবী

কুষানবংশ ও কনিষ্ক


পর্ব- প্রথম

১) কুষানদের পূর্ব জাতির নাম কী?- ইউ-চি

২) কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?- কুজুল কদফিসেস

৩) কুষান বংশের শেষ সম্রাট কে?- বাসুদেব

৪) শকাব্দ কে প্রচলন করেন?- কনিষ্ক (প্রসঙ্গত উল্লেখ্য যে হর্ষাব্দ চালু করেন হর্ষবর্ধন এবং বঙ্গাব্দ চালু করেন শশাঙ্ক)

৫) কুষান যুগে কোন শিল্প উন্নতির চরম শিখরে পৌঁছায়?- গান্ধার শিল্প

৬) চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি কার আমলে হয়? - কনিষ্ক (প্রসঙ্গত চারটি বৌদ্ধ-সঙ্গীতি কার কার আমলে হয়েছিল তা মনে রাখার সহজ কৌশল - AKAK

A- অজাতশত্রু

K- কালাশোক

A- অশোক

K- কনিষ্ক)

৭) ভারতে প্রথম স্বর্নমুদ্রা কারা চালু করেন?- কুষানরা

৮) বিম কদফিসেস কোন ধর্মালম্বী ছিলেন?- শৈব, অর্থাৎ শিবের উপাসক ছিলেন।

৯) চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতির সভাপতি কে ছিলেন?- বসুমিত্র


১০) চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি কোথায় হয়?- কাশ্মীরের জলান্ধরে (মতান্তরে কান্দাহারে)

১১) কতদিন ধরে চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি হয়?- তিনমাস

১২) চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতিতে কি হয়েছিল?- মহাযান ধর্মমত রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বৌদ্ধধর্মশাস্ত্রগুলিকে সংস্কৃতে অনুবাদের ব্যবস্থা করা হয়।

১৩) মহাবিভাষা কি?- চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতিতে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমূহ মহাবিভাষা নামে বৌদ্ধ সাহিত্যে বিশেষভাবে স্থানলাভ করে।

১৪) কুষানযুগের বিভিন্ন রচনা ও রচনাকারঃ-

বুদ্ধচরিত- অশ্বঘোষ

বজ্রসূচী- অশ্বঘোষ

মাধ্যমিকা সুত্র- নাগার্জুন

শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা- নাগার্জুন

মহাবিভাষা- বসুমিত্র

মহাভাষ্য- পতঞ্জলি 

বৃহত্ কথা- গুনাঢ্য

মিলিন্দপঞ্জহো- নাগসেন

চরক-সংহিতা - চরক

সুশ্রুত-সংহিতা- সুশ্রুত

১৫) সিল্করুট কি?- কুষানযুগে ভারতে উত্পন্ন রেশম বা সিল্ক চীনের মধ্য দিয়ে যে পথে ইরান ও রোমান সাম্রাজ্যে পৌঁছাত তাকে সিল্করুট বলা হয়।

১৬) দৈবপুত্র শাহানুশাহী কাদের উপাধি?- কুষান



১৭) কোন শাসকের মধ্যে চন্দ্রগুপ্তমৌর্যের মতো রনোন্মাদনা ও অশোকের মত ধর্মীয় উদ্দীপনার এক অপূর্ব সমন্বয় দেখা যায়?- কনিষ্ক

১৮) কাকে দ্বিতীয় অশোক বলা হয়?- কনিষ্ক

১৯) দৈবপুত্র ও কাইজার কার উপাধি ছিল?- কনিষ্ক

২০) কনিষ্ক কোন চীনা সেনাপতির কাছে পরাজিত হন?- চীনা সম্রাট হো-তি এর সেনাপতি প্যান-চাও এর কাছে কনিষ্ক পরাজিত হন(যদিও কিছুদিন পর প্যান-চাও এর পুত্রকে পরাজিত করে কিনষ্ক পূর্ব পরাজয়ের প্রতিশোধ নেন এবং সন্ধির জামিনস্বরূপ এক চীনা রাজকুমারকে নিজের দরবারে রেখে দেন)

🙏

ইতিহাস কুষান বংশ ও কনিষ্ক | কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল | কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ইতিহাস কুষান বংশ ও কনিষ্ক | কুষাণ বংশের রাজধানী কোথায় ছিল | কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ০৮, ২০২১ Rating: 5

1 টি মন্তব্য:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.