Google

Ad

Railway বড় ঘোষণা! ২ লক্ষ ৩০ হাজার চাকরি শীঘ্রই নিয়োগ , Indian Railway 2019

Railway বড় ঘোষণা! ২ লক্ষ 
 ৩০ হাজার চাকরি

আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সরকারি সংরক্ষণ মেনে খুব শীঘ্রই নিয়োগ করবে ভারতীয় রেল৷ রেল সূত্রের খবর, উচ্চবর্ণের সংরক্ষণের আওতায় আগামী ২৩ হাজার জনের চাকরি হবে৷ রেলই প্রথম সরকারি সংস্থা, যারা নিয়োগে উচ্চবর্ণের সংরক্ষণ চালু করার কথা ঘোষণা করল৷

বর্তমানে রেলে ১২ লক্ষ লোক কর্মী চাকরি করেন৷ আগামী দু বছরে ১ লক্ষ কর্মী অবসর নেবেন রেলে৷ ১.৫ লক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে৷ ২.৫ লক্ষ চাকরির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে রেলে৷



কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল রেলে কর্মী নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, 'গত বছর আমরা দেড় লক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু করেছিলাম৷ আগামী ২ বছরে রেলে নানা পদে আরও ৪ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে৷ সেই স্থানগুলি পূরণও করা হবে৷'

রেলমন্ত্রী জানান, রেলে ২ লক্ষ ৩০ হাজার আরও কর্মসংস্থান তৈরি হবে৷ বর্তমানে ১ লক্ষ ৩২ হাজার পদ খালি আছে৷ আগামী ২ বছরে ১ লক্ষ লোক আরও অবসর নেবেন৷ অর্থাত্‍‌ পুরনো Group C ও Group D-র শূন্যপদ ও 
এ বার নতুন তৈরি হওয়া শূন্য পদ মিলিয়ে আগামী ২ বছরে প্রচুর কর্মী নেবে রেল৷

রেলে ২ লক্ষ ৩০ হাজার শূন্যপদেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে৷ দুই দফায় নিয়োগ করা হবে৷

প্রথম দফায় নেওয়া হবে ১ লক্ষ ৩১ হাজার ৪২৮ জনকে, তার জন্য নোটিশ জারি করবে রেল৷ ফেব্র‌ুয়ারি বা মার্চেই রেল নিয়োগের নোটিশ দেবে৷ দ্বিতীয় পর্যায়ে ৯৯ হাজার কর্মী নেবে রেল৷ তার নোটিফিকেশন জারি করা হবে ২০২০ সালের মে-জুন মাস নাগাদ৷




Railway বড় ঘোষণা! ২ লক্ষ ৩০ হাজার চাকরি শীঘ্রই নিয়োগ , Indian Railway 2019 Railway বড় ঘোষণা! ২ লক্ষ ৩০ হাজার চাকরি শীঘ্রই নিয়োগ , Indian Railway 2019 Reviewed by Karmasandhan Recruitment on জানুয়ারী ২৪, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.