মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের 12 হাজার যুব ভলেন্টিয়ার পদে নিয়োগ
দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নেহেরু যুব কেন্দ্র গুলিতে 12 হাজার শূন্যপদের ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আপনাদের বেতন 5000 টাকা প্রতি মাসে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এ ন্যাশনাল National Youth ভলান্টিয়ার নিয়োগ হবে। নিয়োগ করার পর 15 দিনের ট্রেনিং দেয়া হবে এবং প্রাথমিক চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ করে নেয়া হবে এবং পরে দু বছরের জন্য নিয়োগ এ রাখা হবে ।
কাজ কি করবেন: এই ভলেন্টিয়ার দের কাজ হবে সামগ্রিক ভাবে দেশ বা জাতীয় গঠনের প্রক্রিয়া সংযোগকারী ভূমিকা গ্রহণ দেশের যুব সংগঠন গুলির সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন দপ্তর এর মধ্যে সংযোগ সাধন সংযোগ ও কার্য সহযোগিতা করা এই কাজের জন্য IT দক্ষতা থাকতে হবে । ডিজিটাল ইন্ডিয়া Digidhon Apps ব্যবহার করতে জানতে হবে এবং এই সমস্ত নানান রকম কাজে আপনাদেরকে অংশগ্রহণ করে নেয়া হবে ।
www.sumanjob.in
বয়স : 18 - 29 বছরের মধ্যে হতে হবে ।
বেতন: এই পদের জন্য মাসে 5000 টাকা বেতন দেয়া হবে এবং আপনাদেরকে জানানো হচ্ছে সরাসরি ভলেন্টিয়ার এর ব্যাংক একাউন্টে টাকা জমা করা হবে, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার LINK থাকা অবশ্যই দরকার ।
শিক্ষাগত যোগ্যতা / প্রার্থী বাছাই : এই পদের বেলায় আবেদন করতে গেলে দশম শ্রেণীর পাশ করলেই আবেদন করতে পারবেন উচ্চতর যোগ্যতা মেধা প্রসঙ্গিক কম্পিউটার দক্ষতা কোন নেহরু যুব কেন্দ্রে সদস্য এই রকম কিছু হলে অগ্রাধিকার পাবেন ।
আবেদন করার শেষ তারিখ 3 মার্চ
Disclaimer : যে সকল প্রার্থীরা আবেদন করবেন অবশ্য অফিশিয়ালি নোটিফিকেশন দেখে আবেদন করবেন ।
Central government 12000 youth volunteers to the post of the appointment , www.sumanjob.in
Reviewed by Karmasandhan Recruitment
on
ফেব্রুয়ারী ২১, ২০১৯
Rating:

ki vabe ki korbo bujhty parche na online hbe nki ofline?
উত্তরমুছুনeta kono news holo.are link gulo to din.
উত্তরমুছুন