Google

Ad

Braking News Today ! গ্রামীণ ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে নিয়োগ



দ্য ইন্সস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  গ্রুপ এ-অফিসার / গ্রুপ বি-অফিস সহকারী হিসাবে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির যে কোনও অঞ্চলে যোগদানে আগ্রহী প্রার্থী এই পদের জন্য আবেদন জানাতে পারেন। ১৮ জুন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম মিলবে। মোট ১২ হাজার শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে ৭৩৭৩টি শূন্যপদ আছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, ৪৮৫৬টি শূন্যপদ অফিসার স্কেলে ১-এর জন্য, অফিসার স্কেল ২- এর জন্য আছে ১৭৪৬টি শূন্যপদ, ২০৭টি শূন্যপদ আছে অফিসার স্কেল ৩-এর জন্য। 

Candidate selection: IBPS RRB 2019 পরীক্ষার ফল অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে।





২০১৯-এর অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে এই পরীক্ষা হবে।

বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। 
অ্যাপ্লিকেশন ফি সাধারণের জন্য ৬০০ টাকা ও SC/ST/PWD-এর জন্য ১০০ টাকা। 
বিস্তারিত জানতে দ্য ইন্সস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/  চোখ রাখুন। 

Braking News Today ! গ্রামীণ ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে নিয়োগ Braking News Today ! গ্রামীণ ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে নিয়োগ Reviewed by Karmasandhan Recruitment on জুন ১৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.