Google

Ad

মঙ্গলবার থেকে কোন কোন জায়গায় ট্রেন চলবে দেখে নিন??

মঙ্গলবার থেকে চলবে 12 ই মে চালু করা হচ্ছে ট্রেন তবে সোমবার বিকেল চারটে থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন আপনারা রবিবার   টুইটার করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল প্রাথমিকভাবে 15 দিনে ট্রেন চালানো হবে রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে তাদের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে এবং প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যাবে আপনাদের



পীযূষ গোয়েল আরো জানিয়েছেন যে প্রতিটি স্টেশন থেকে টিকিট কাউন্টার বন্ধ থাকবে এবং দিল্লি থেকে অসম ও বাংলা থেকে বিহার ও উড়িষ্যা গুজরাট জম্মু-কাশ্মীর ঝাড়খন্ড কর্ণাটক ও মহারাষ্ট্র তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা ট্রেন ওরে আনা হবে এবং লোকজনের যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রী পীযূষ গোয়েল

 গোয়েল আরো জানিয়েছে যে দিল্লি স্টেশন থেকে আগ্রা হাওড়া পাটনা রাঁচি ভুবনেশ্বর ও তেলেঙ্গানা মুম্বাই আমেদাবাদ জম্বু কাশ্মীর ট্রেন চালানো হবে ওই শুধু মাত্র কোচ থাকবে এবং জানানো হচ্ছে যে টিকিট  তবে স্টেশনের ঢুকতে পারবেন যাত্রীরা 

গত 25 শে মার্চ বন্ধ হয়েছিল রেল পরিষেবা পাবলিক স্টার ফোর্স চালানো হচ্ছে কেবলমাত্র মালবাহী ট্রেন চালানো হচ্ছিল এবার থেকে শ্রমিকদের বাড়ি ফেরাতে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে এদিকে রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরো জানিয়েছে যে 300 চালানো হবে আগামী 3-4  দিনের মধ্যে শ্রমিকদের নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে ও রাজ্যগুলোকে সাহায্য করতে বলা হয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েল তরফ থেকে বলা হয়েছে

রবিবার পর্যন্ত 336 সৌমিক স্পেশাল টেনে আনা হয়েছিল এবং ট্রেন চালানো হয়েছিল তাতে ফেরত পেয়েছিল 3 লক্ষ 60 হাজার পরিশ্রমী ও 287 ইতিমধ্যে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে রাজ্য তরফ থেকে
মঙ্গলবার থেকে কোন কোন জায়গায় ট্রেন চলবে দেখে নিন?? মঙ্গলবার থেকে কোন কোন জায়গায় ট্রেন চলবে দেখে নিন?? Reviewed by Karmasandhan Recruitment on মে ১১, ২০২০ Rating: 5

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.