দক্ষিণ 24 পরগণা জেলা আদালত চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তনাম্বার :3995 , DATED : 14/8/20 ।
শূন্য পদ ; 5 টি পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে স্নাতক পাস করতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে আপনাদের মাসিক বেতন হবে 13 হাজার টাকা ।
আবেদন করতে পারবে নির্ধারিত ফরম পূরণ করতে হবে করা আগামী 31 শে মার্চের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ও এক কপি দিতে হবে আবেদনপত্র ডাকে বা নির্দিষ্ট আইডিতে পাঠাতে হবে ।
আবেদনপত্রের লিংক: https://districts.ecourts.gov.in/sites/default/files/3995.pdf
বিজ্ঞপ্তি লিংক : https://districts.ecourts.gov.in/sites/default/files/3995.pdf
দক্ষিণ 24 পরগণা জেলা// আদালত ডেটা এন্ট্রি// অপারেটর নিয়োগ হচ্ছে ?
Reviewed by Karmasandhan Recruitment
on
আগস্ট ২০, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই: