Google

Ad

পোস্ট অফিসে টাকা রাখলে বহু// বিপদ রাতারাতি বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ ??

 আপনাদের রান্নার গ্যাসে ভর্তুকি কিংবা বিভিন্ন প্রকল্পে সরকারি আর্থিক সাহায্যের পাশাপাশি মিলবে ডাকঘর থেকে দেশে ডাকঘর পরিকাঠামো কাজে লাগিয়ে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে এই কারণে খুলতে গেলে আধার লিঙ্ক দেয়া বাধ্যতামূলক করা হয়েছে স্বল্প সঞ্চয় খেতে অ্যাকাউন্টের সঙ্গে আঁধার লিঙ্ক করতে হবে ইতিমধ্যে সমস্ত ডাকঘর পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার



আপনাদের যদি পোস্ট অফিসে সেভিংস একাউন্ট খোলার জন্য গ্রাহকদের ফরম পূরণ করতে দেয়া হবে সেখানে আধার লিঙ্ক এ দেখার নির্দিষ্ট জায়গা থাকবে যদি আধার সুযোগ বিতর্কে পড়ুন এই কলাম পুরাণের এতদিন করাকরি করেনি ডাকঘর কর্তৃপক্ষ

ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছে যে সবথেকে বেশি ওই ফর্মে উল্লেখ রয়েছে আঁধারের নাম্বার তার পরিবর্তনে গ্রাহকদের পরিচয় ও ঠিকানা প্রমাণের নথিপত্র জমা করতে হবে সঙ্গে প্যান কার্ড

ডাকঘর এর তরফ থেকে জানানো হয়েছে যে ১১আগস্ট থেকে নিষেধাজ্ঞা জানানো হয়েছে গ্রাহকদের শুধু আধার নম্বর সংযুক্ত নতুন ফরম পূরণ করতে হবে কেমন হবে তার একটি আদল ইতিমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে ডাকঘরে সেভিংস একাউন্ট খুলতে গেলে ওর ফরম পূরণ করতে হবে পিপিএফ বা মাটির ইনকাম স্ক্রিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ফ্রম থেকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প কিংবা কিষান বিকাশ পত্র কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধারে ফরম পূরণ করা যাবে

কিন্তু প্রশ্ন হল যে নতুন করে গ্রাহকদের আঁধারে নেয়ার উদ্দেশ্য শুরু হলো জানা গিয়েছে যে ডাকঘর থেকে রান্নার গ্যাসের জন্য ভর্তুকি থেকে শুরু করে সাধারণ মানুষের সরকারি প্রকল্পগুলি ঠিকঠাক পান তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করতে চলেছে

পোস্ট অফিসে টাকা রাখলে বহু// বিপদ রাতারাতি বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ ?? পোস্ট অফিসে টাকা রাখলে বহু// বিপদ রাতারাতি বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ ?? Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.