Google

Ad

রাজ্য সরকার কোভিদ যুদ্ধ মানবিক// মৃত্যুকে পরিবারকে কাউকে// চাকরি সিদ্ধান্ত নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ??

 রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পদক্ষেপ নিতে চলেছে কোভিদ যুদ্ধে আক্রান্ত হলে চিকিৎসক সম্পর্কে রাজ্য সরকারের ঘোষণা করা হয়েছিল আগেই 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছে এবার তাদের সাহায্য নেয়া হলো মানবিক সিদ্ধান্ত তাদের এই সাহায্যে নেয়া হলো কোভিদ যুদ্ধের মৃত্যু অথবা কেউ চিরকালের মতন শারীরিক ক্ষমতা হারিয়ে ফেললে পরিবারকে একজন চাকরি দেয়া হবে সরাসরি সরকারি চাকরি ছাড়াও সরকারি অধিক বৃহৎ বিভিন্ন সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দপ্তর থেকে চাকরি দেয়া হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর জানা গিয়েছে বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে



মহামারী আবহে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী ছাড়াও এমন বহু মানুষ আছেন যারা একেবারে  সামনের সারিতে থেকে করোনা যুদ্ধে চালিয়ে যাচ্ছেন দিনরাত অনেক সময়ে নিজেদের সুরক্ষার কথা না ভেবেই তারা ঝাঁপিয়ে পড়ছেন এমন কোভিদ যুদ্ধে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বুধবার নবান্নে থেকে জানা গিয়েছে যে বিজ্ঞপ্তি জানানো হয়েছিল এই ধরনের যুদ্ধে মৃত্যু হলে অথবা  কাবুল হয়ে তারা যদি শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেন কোন কারণে তাহলে তাদের পরিবারকে একজনের কর্মস্থানের দায়িত্ব দেবেন বলে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে বিভাগে কর্মরত সেই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজে ব্যবহার করে দেবেন

কোন কোন ক্ষেত্রে এই সুবিধা মিলবে কোন রাজ্য সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যারা কোভিদ যুদ্ধে শামিল তাদের মৃত্যু বা আজীবন ক্ষতি হলে তারা আত্মীয় চাকরি পাবেন ওই দপ্তর থেকে তৃতীয় চতুর্থ ক্ষেত্রে কোন পদে চাকরি দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক কাজের সুযোগ মিলবে সরাসরি সরাসরি সম্ভব না হলে সরকারের অধীনস্থ এদের কর্মস্থানে করে দেয়া হবে আশা ও জাতীয় স্বাস্থ্য মিশন এর কর্মরত অঙ্গ ও সিভিক ভলেন্টিয়ার রাজ্য সরকারের সুবিধা পাবেন 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর সীলমোহর নবান্ন রাজ্য সরকারের নতুন উদ্যোগ 



রাজ্য সরকার কোভিদ যুদ্ধ মানবিক// মৃত্যুকে পরিবারকে কাউকে// চাকরি সিদ্ধান্ত নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ?? রাজ্য সরকার কোভিদ যুদ্ধ মানবিক// মৃত্যুকে পরিবারকে কাউকে// চাকরি সিদ্ধান্ত নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ?? Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ১৩, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.