এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড 16 জনকে নিয়োগ করা হবে প্যারামেডিকেল এজেন্ট কেবিন সার্ভিস এজেন্ট ও কাস্টমার এজেন্ট নিয়োগ করা হবে চুক্তিতে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে এই পদের জন্য।
শূন্য পদ : প্যারামেডিকেল এজেন্ট কামকেবিন সার্ভিস এজেন্ট চেন্নাই ৪ জন প্যারামেডিকেল এজেন্ট কামকেবিন সার্ভিস এজেন্ট ৪ জন কলকাতা প্যারামেডিকেল এজেন্ট কেবিন সার্ভিস এজেন্ট দেরাদুন এ ২ কাস্টমার এজেন্ট জলপাইগুড়ি ৬ টি নিয়োগ করা হবে।
বেতন : আপনাদের প্যারামেডিকেল এজেন্ট কেবিন সার্ভিস এজেন্ট চেন্নাই ও কলকাতা পদের জন্য আপনার প্রতি মাসে বেতন হবে ২১৩০০ টাকা প্যারামেডিকেল এজেন্ট সার্ভিস এজেন্ট দেরাদুন পদের জন্য আপনার বেতন হবে ১৯৩৫০ টাকা ও কাস্টমার এজেন্ট জলপাইগুড়ি পদে বেতন হবে প্রতি মাসে ১৬৫৩০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস থাকতে হবে সঙ্গে নার্সিং ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং বয়সের উর্ধ্বসীমা 28 বছর জন্ম তারিখ হতে হবে ২ এ সেপ্টেম্বর ১৯৯২ -১ থেকে সেপ্টেম্বর 2002 এর মধ্যে।
কাস্টমার এজেন্ট পদের জন্য : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এডুকেশন এর সঙ্গে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে বয়স সীমা 28 বছর জন্ম তারিখ ১৯৯২-১সেপ্টেম্বর ২০০২ মধ্যে হতে হবে সব ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন SC/ST/OBC।
আবেদনের পদ্ধতি : নির্দিষ্ট বয়ানের মাধ্যমে আপনাদের আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমানপত্র সহ জেরক্স ও আগামী 2 অক্টোবর এর মধ্যে পাঠাতে হবে ইমেইল hrhq.aiasl@airindia.in
বিজ্ঞপ্তি লিংক : http://www.airindia.in/writereaddata/Portal/career/900_1_AIASL-ADVT-Sept-2020.pdf
কোন মন্তব্য নেই: