Google

Ad

ফুট কুপনে উপরে বারকোড // নিয়ে রেশন নয়া সিদ্ধান্ত // নিল রাজ্য সরকার ??

 ফুড কুপনে রাজ্য সরকার খাদ্যসাথী প্রকল্পের ফুড কুপনে নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে চলেছে রেশন বরাদ্দ নিশ্চিত করতে এবার ফুট কুপনের ওপর কোড দেয়া যাবে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য দপ্তর লকডাউন এর সময় রাজ্য সরকার বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে ছিল ডিজিটাল রেশন কার্ড না থাকলে শুরুতেই অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন সেই পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে খাদ্য সাথীফুড কুপনে  চালু করে রাজ্য সরকারের 2021 সালের জুন মাসে  চালু রাখার সিদ্ধান্ত হয়েছে যতদিন পর্যন্ত সবগুলো ডিজিটাল রেশন কার্ড হাতে পাচ্ছেন ততদিন  চালু থাকবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর ও রাজ্য সরকার বিবৃতিতে 



খাদ্য দপ্তর থেকে জানা গিয়েছে যে এতদিন গোপনে ক্রমিক নম্বর দেয়া থাকতো নয়া নির্দেশিকা বলা হয়েছে যে ফুড কুপনের বারকোড থাকতে হবে রেশন দোকানে বসানো স্ক্যানিং মেশিন  বারকোড ঠেকানো মাত্রই সেই কোড  এবং পরিবারের জন্য সদস্য তথ্য দেখতে পাবেন রেশন ডিলার

কুপনের পদ অধিকার উল্লেখ রাজ্য সরকারের অফিসারের ছাপানো সই থাকবে কর্তৃপক্ষ অনুমোদন নিয়ে খাদ্য দপ্তর থেকে ইন্সপেক্টর নিজেরা লগইন করে ফুট কুপনের উপর  নিতে পারবেন কুপন ছাপানো হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ফোনে একটি এসএমএস দেয়া হবে

ফুড ইন্সপেক্টর ও বিডিও কিংবা আরো অফিসার থেকে কুপন সংগ্রহ করতে পারবেন হইবার পর থেকেই ডিজিটাল পদ্ধতিতে বোঝা যাবে কতটা স্বচ্ছ নিয়েছে 

খাদ্যসাথী নিয়ে ফের কেন্দ্রীয় বরাদ্দের অসন্তোষ প্রকাশ করেছে খাদ্য দপ্তর তাদের অভিযোগ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা  জন্য খাদ্যশস্য পাঠানো হচ্ছে 

ফুট কুপনে উপরে বারকোড // নিয়ে রেশন নয়া সিদ্ধান্ত // নিল রাজ্য সরকার ?? ফুট কুপনে উপরে বারকোড // নিয়ে রেশন নয়া সিদ্ধান্ত // নিল রাজ্য সরকার ?? Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.