Google

১ লক্ষেরও বেশি পদে নিয়োগ আধা সেনাবাহিনীতে নিয়োগ ২০২০

আমরা সবাই জানি করো না পরিস্থিতি জনিত কারণে সমস্ত চাকরি দিনে দিনে কমতে শুরু করেছে কিন্তু আর বেশিদিন নয় এবার কমার বদলে বাড়ার হার বেশি পরিমাণে হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের আধার সেনাবাহিনীতে এক লক্ষ শূন্য করে খুব শীঘ্রই আসতে চলেছে বিজ্ঞপ্তি
স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এক প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যেই ৬০২১০ কনস্টেবল, ২৫৩৪ সাব ইন্সপেক্টর এবং ৩৩০ অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। আগামীদিনে বাকি প্রায় ৪৫ হাজার পদে নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিএসএফের শূন্যপদের সংখ্যা ২৮৯২৬। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) শূন্যপদ রয়েছে ২৬৫০৬। সশস্ত্র সীমা বলে (এসএসবি) রয়েছে ১৮৬২৩, ইন্দো টিবেটিয়ান পুলিশ ফোর্সে (আইটিবিপি) রয়েছে ৫৭৮৪ টি শূন্যপদ এবং অসম রাইফেলসের ৭৩২৮ টি পদ শূন্য রয়েছে। সরকার চা‌ই঩ছে এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করে ফেলতে। তিনরকম নিয়মে শূন্যপদ পূরণ করা হয়। নতুন নিয়োগ, প্রোমোশন, অন্য বাহিনী থেকে ডেপুটেশন। এই তিনভাবেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদের সিংহভাগই কনস্টেবল পদে।

১ লক্ষেরও বেশি পদে নিয়োগ আধা সেনাবাহিনীতে নিয়োগ ২০২০ ১ লক্ষেরও বেশি পদে নিয়োগ আধা সেনাবাহিনীতে নিয়োগ ২০২০ Reviewed by Karmasandhan Recruitment on September 22, 2020 Rating: 5

No comments:

Ad Home

Powered by Blogger.