Google

Ad

উচ্চ শিক্ষার জন্য টাকা নেই স্কলারশিপ দিচ্ছে সোনু সুদ ??

 উচ্চশিক্ষার জন্য মহামারী প্রকোপে বৃদ্ধ পাওয়ার সাথে সাথে এই লকডাউন এর জারি থেকে কল্পতরু হিসাবে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের অন্যতম অভিনেতা সোনু সুদ  কে কখনো পরিযায়ী শ্রমিক দের বাড়ি যেতে সাহায্য করছে আবার ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ ও স্মার্ট ফোন দিচ্ছে কখনো চাষীকে টাকটার দিচ্ছে দরিদ্র মানুষের কাছে ভগবানের   হিসাবে নিজে তুলে ধরছে আর এবার এই অভিনেতাকে দেখা গেল উচ্চশিক্ষার জন্য সাহায্য বাড়িয়েছে জনকল্যাণ এবং ঘোষণা করলেন ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয়ার কথা  দেবে



সোনু সুদ উচ্চশিক্ষার জন্য অথচ টাকা নেই স্কলারশিপ পাওয়া কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সম্পর্কে তিনি একটি টুইটার করে জানিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে আবেদন করার কথা রেখেছে তিনি

সোনু সুদ তিনি ট্যুইট করে জানিয়েছেন যে সবাই পড়বে তবে হিন্দুস্তান বাঁচাবে আর সেই জন্য আমি একটি স্কলারশিপের ব্যবস্থা করছি পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার জন্য আমি মনে করি যে কেউ লক্ষ  চলার জন্য আর্থিক সংকটের বাধা হয়ে দাঁড়াতে না পারে আগামী 10 দিনের মত বিস্তারিত পাঠালে আমি অবশ্যই যোগাযোগ করব

 স্কলারশিপ নিয়ে এসেছে সকল জন্য স্কুলে পড়াশোনা সম্পর্কে কলেজে অথবা তার থেকেও বেশি উৎস পঠন-পাঠনের জন্য অর্থের অভাবে আটকে রয়েছে সেই সকল পরিবারকে পাশে তিনি  দাঁড়াবেন তা নিশ্চিত করছেন

যে কোন স্কলারশিপ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে যোগ্যতা লাগবে তা সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু লেখেননি এছাড়াও স্কলারশিপ পাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে কি কি দিতে হবে সম্পর্কে কিছু খোলাসা করেননি তবে তিনি জানিয়েছেন যে স্কলারশিপ পাওয়ার জন্য আগামী 10 দিনের মধ্যে Scholarship@Sonu Sood.me তে পাঠাতে হবে  অর্থাৎ 21 এ সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করতে হবে   আবেদনের যোগ্যতা করে নেবেন

উচ্চ শিক্ষার জন্য টাকা নেই স্কলারশিপ দিচ্ছে সোনু সুদ ?? উচ্চ শিক্ষার জন্য টাকা নেই  স্কলারশিপ দিচ্ছে সোনু সুদ ?? Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৩, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.