সমস্ত বেকার ছাত্র-ছাত্রীদের জন্য জানানো হচ্ছে যারা আগ্রহী প্রার্থী ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন এর যারা আবেদন করতে চায় তাদের জন্য আবেদনের অনুরোধ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে ৯০টি শুন্যপদে নিয়োগ করা হবে।
যোগ্যতা : মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই পাস করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেড এ্যাপ্রেন্টিস থাকতে হবে।
মাসিক বেতন: ট্রেনিং চলাকালীন মাসিক বেতন দেয়ার ব্যবস্থা আছে, ৮০৫০ টাকা।
ট্রেনিং সময়: যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদেরকে একবছর ট্রেনিং দেয়া হবে এবং ট্রেনিং শেষে চাকরির কোন স্থায়ী ব্যবস্থা নেই যোগ্যতা অর্জন করে নিতে হবে।
DRDO Apprenticeship 2020-21 [মাধ্যমিক পাস] করলেই আবেদন করা যাবে
Reviewed by Karmasandhan Recruitment
on
September 28, 2020
Rating:
![DRDO Apprenticeship 2020-21 [মাধ্যমিক পাস] করলেই আবেদন করা যাবে](https://1.bp.blogspot.com/-dIIZwVuRrtQ/X3IE5XwYJPI/AAAAAAAAFy0/BiAV3Mcdze8jD5sBzHyuXrWyCr1s7pSjwCLcBGAsYHQ/s72-c/20200928_210116.jpg)
No comments: