Google

Ad

সামাজিক সুরক্ষা যোজনা ? Samajik Suraksha Yojana in west bengal - How to apply online 2020

 অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা ,জীবন সংগ্রাম , শারীরিক অক্ষমতা ও অসমর্থতা ,সন্তান প্রতিপালনের দায়দায়িত্ত্ব ,রোগনিরাময় এবং আরোগ্যলাভের জন্য স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে সক্ষম করে তোলার কথা মাথায় রেখে এবং এই সকল উদ্দেশ্য সাধনের জন্য তাদের আয় সুনিশ্চিতকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রচলিত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে একত্র করে একটি মাত্রা প্রকল্পে পরিণত করে , সকল শ্রমিক কে সমান সুবিধে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ০১.০৪.২০১৭ থেকে ” সামাজিক সুরক্ষা যোজনা ,২০১৭” সমগ্র পশ্চিমবঙ্গে চালু হয়েছে।



আরো পড়ুন

কারা সামাজিক সুরক্ষা যোজনা -তে অন্তর্ভুক্ত হতে পারবেন :(ক) ৪৬ টি অসংঘটিত শিল্প (খ ) ১৫ টি স্বনিযুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকগণ

২. ” ভবন ও অন্যান্য নির্মাণকর্মী ( নিয়োগ , নিয়ন্ত্রণ ও চাকুরীর শর্ত ) আইন ১৯৯৬ ” – অনুযায়ী নির্ধারিত নির্মাণকর্মী এবং এছাড়াও এই আইনের অন্তর্ভুক্ত ইট ভাটার শ্রমিক , পাথর ভাঙা ও পাথর গুঁড়ো করার কাজে নিযুক্ত শ্রমিক।

৩. পশ্চিমবঙ্গ পরিবহন কর্মী সুরক্ষা প্রকল্প , ২০১০ -এ নির্ধারিত ও নিবন্ধীকৃত শ্রমিকরা এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে।

৪. এছাড়াও ভবিষ্যনিধি প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন , উনারাও এই প্রকল্পে যুক্ত হতে পারেন।

৫. এছাড়া সদস্য হতে ইচ্ছুক যে কোনো অসংঘটিত শ্রমিক যিনি পশ্চিমবঙ্গে বসবাস করেন , বয়স ১৮ থেকে ৬০ এবং পারিবারিক উপার্জন মাসে ৬৫০০/- টাকার বেশি নয়, তিনি অনলাইনেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।

বি: দ্রঃ – যে সমস্ত পুরানো ভবিষ্যনিধি প্রকল্প , নিৰ্মাৰ্কর্মী প্রকল্প এবং পরিবহন শ্রমিক রয়েছেন , উনারা একটি নির্দিষ্ট ফর্ম -১ ভর্তি করে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করে নিতে পারেন , তবে এক্ষেত্রে প্রতি মাসে সরকারি তহবিলে ২৫ টাকা হারে চাঁদা জমা করে ভবিষ্যনিধি প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে।

বর্তমানে এই সামাজিক সুরক্ষা যোজনা তে প্রভিডেন্ট ফান্ড বাবদ ২৫ টাকা মাসিক চার্জ লাগবে না।



সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে আবেদন করবেন ?

সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে আপনাকে তথ্যমিত্র কেন্দ্র বা অনলাইন সেন্টারে এ যোগাযোগ করতে হবে , কারন আবেদন পদ্ধতি সুম্পূর্ণ অনলাইন এই যোজনায় আবেদন করার জন্য আপনাকে যেতে হবে  SSY WEBSITE এই ওয়েবসাইটিতে  l

আবেদনপত্র ডাউনলোড করুন :-

সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম ডাউনলোড করুন [ English] Click Here [ Bengali] Click Here

সামাজিক সুরক্ষা যোজনা ? Samajik Suraksha Yojana in west bengal - How to apply online 2020 সামাজিক সুরক্ষা যোজনা ? Samajik Suraksha Yojana in west bengal - How to apply online 2020 Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ১৮, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.