রাজ্য সরকারের অঙ্গনারী কর্মী নিয়োগ হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা বজবজ ১ এলাকা শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন কেবলমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন এই পদের জন্য কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম : অঙ্গনারী কর্মী নিয়োগ হবে 12 টি পদে ও অঙ্গনারী সহায়িকা পদে 13 টি মহিলা প্রার্থীদের জন্য আবেদন করতে পারবেন বজ বজ এলাকায় 1 নং ব্লকের দক্ষিণ 24 পরগনা জেলা অন্তরে পার্শ্ববর্তী যে কোন ব্লকে বা পৌরসভা বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
যোগ্যতা : অঙ্গনারী কর্মী পদে মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে // অঙ্গনারী সহায়িকা পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
বয়স সীমা : এই পদের জন্য বয়স হতে হবে 18 - 45 বছরের মধ্য বয়সের হিসাবে 7 অক্টোবর২০২০ তারিখ হিসাবে বয়সে ছাড় পাবে SC/ST/OBC।
নিয়োগের স্থান : এই পদের জন্য বজ বজ 1 নং ব্লকের যেকোন স্থানে বা বদবদ পৌরসভা পুজালী পৌরসভা এলাকায় যেকোনো স্থানে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনে পূরণ করার সাথে সমস্ত নথিপত্র একটি কাগজের মুখ বন্ধ খামে নীচে দেয়া যেকোনো ঠিকানায় পাঠাতে হবে এই পদের জন্য আবেদন করছে তা ওপরে লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক এক নম্বর আইসিডিএস এর প্রকল্প কালিপুর পোস্ট নিশ্চিন্তপুর থানা দক্ষিন 24 পরগনা পিন কোড 700138 ।
আবেদনের শেষ তারিখ : 29 শে নভেম্বর ২০২০ তারিখ আবেদন জমা দেয়া শেষ তারিখ যেকোনো কাজের দিন দুপুর ১২টা থেকে৩ টে পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।
আবেদন ডাউনলোড এর লিঙ্ক : https://drive.google.com/file/d/14ObeWC6T8dCB9Q-G0hj5aOuAYUgqJOAF/view

No comments: