চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল জেলার হুইল প্ল্যান্টে ট্রেনি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ; সংশ্লিষ্ট ট্রেডে BSC, BTech/BE এবং ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে।
শূন্য : ৪০টি।
BTech ,BSc মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪।
BTech ,BSc ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩।
BTech , BSc ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টশন, কম্পিউটার , IT ইঞ্জিনিয়ারিং: ৩।
ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩৫।
ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫।
ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টশন/ কম্পিউটার , IT ইঞ্জিনিয়ারিং: ১০।
অনলাইনে আবেদন করা যাবে : ২০২১ সালের ১৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
মাসিক বেতন : ৯০০০ টাকা।
ওয়েবসাইটের লিংক : http://www.mhrdnats.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Indian_Railway_Rail_wheel_plant_bela.pdf
কোন মন্তব্য নেই: