১ লক্ষেরও বেশি শূন্যপদে চাকরি ভারতীয় Railway হাতে সময় মাত্র তিন দিন
Reviewed by Karmasandhan Recruitment
on
December 16, 2020
Rating:

১) প্রার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
২) পরীক্ষায় বসার জন্য একটি ঘোষণাপত্রে (সেলফ ডিক্ল্যারেশন ফর্ম) স্বাক্ষর করতে হবে। তাতে লেখা থাকবে যে ওই প্রার্থী পরীক্ষায় বসার জন্য শারীরিকভাবে ফিট। রেলওয়ে বোর্ডের মানব-সম্পদের ডিরেক্টর জেনারেল আনন্দ এস খাতি বলেন, ‘প্রত্যেক প্রার্থীর পক্ষে যেহেতু রোগের (করোনার) নেগেটিভ সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয়, তাই পরীক্ষায় বসার জন্য তাঁদের একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। জানাতে হবে, তাঁরা পরীক্ষায় বসার জন্য ফিট এবং কোভিড পজিটিভ নয়। সেজন্য প্রার্থীদের একটি ফর্ম প্রদান করা হবে।’
৩) থার্মোগান দিয়ে প্রার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হবে। যদি কোনও প্রার্থীর শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার বেশি থাকে, তাহলে পরীক্ষার দিন পালটে দেওয়া হবে।
রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময় পরবর্তী পর্যায়ের পরীক্ষার দিন ঘোষণা করা হবে। একইসঙ্গে এক বছরের মধ্যে সফল প্রার্থীরা হাতে নিয়োগপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
No comments: