রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 241 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে কলকাতাসহ দেশের মোট 18 টি শহরের শাখাগুলিতে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
মোট শূন্যপদ : 241 টি
কলকাতা: 15 টি, ভুবনেশ্বর: 8 টি, গুয়াহাটি: 11 টি, ভোপাল: 10 টি, আমেদাবাদ: 7 টি, বেঙ্গালুরু: 12 টি, চন্ডিগড়: 2 টি, চেন্নাই: 22 টি, হায়দ্রাবাদ: 3 টি, জয়পুর: 10 টি, জম্মু: 4 টি, কানপুর: 5 টি, লখনৌ: 5 টি, মুম্বাই: 84 টি, নাগপুর: 12 টি, নতুন দিল্লি: 17 টি, পাটনা: 11 টি, তিরুবন্তপুরম: 3 টি।
শিক্ষাগত যোগ্যতা : দশম শ্রেণী পাস হলেই আবেদন করুন এসএসসি ম্যাট্রিকুলেশন যোগ্যতা সম্পন্ন হতে হবে 1 কে জানুয়ারি 2021 তারিখের মধ্যে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : অনলাইনে পরীক্ষা ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে অনলাইনে পরীক্ষার্থীদের রিজনিং 40 টি 40 নম্বরে জেনারেল ইংলিশ 30 টি প্রশ্ন 30 নম্বরে এবিলিটি নম্বরে মোট 100 নম্বরের পরীক্ষা 80 মিনিট অনলাইনে পরীক্ষায় পাস করলে ফিজিক্যাল টেস্ট পত্র যাচাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তি লিংক : https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/SECURITYGUARDS2020FE0D84160BC54A1687D88F6652B35DDB.PDF
মাধ্যমিক পাশে ব্যাংকে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে
Reviewed by Karmasandhan Recruitment
on
জানুয়ারী ২৫, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই: