West Bengal police recruitment 2021 অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন
পদের নাম : ডাইভার সম্পন্ন চুক্তিভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ : 5 টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস ও উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলে আবেদনযোগ্য করা হবে।
বয়স সীমা : সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে 31 শে ডিসেম্বর 2021 তারিখ হিসাবে।
বেতন : 11,500 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ডাউনলোড করা যাবে আবেদনপত্র নথিপত্র সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করার কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে জমা দেয়ার শেষ তারিখ 25 শে জানুয়ারি 2021।
আবেদনের সঙ্গে নথিপত্র জমা দিতে হবে : সমস্ত ডকুমেন্ট এক কপি জমা দিতে হবে।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx?Id=2021/0001
বিজ্ঞপ্তি লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/Prospectus.pdf
আবেদনপত্র লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/ApplicationForm.pdf
কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এসিস্টেন্ট অফিসার নিয়োগ করা হবে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।
শূন্য পদ : 51 টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত এমবিবিএস ডিগ্রী 3 বছরের কাজের অভিজ্ঞতা জানতে হবে।
নিয়োগ করা হবে ; ভ্যাকসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরিবার কল্যাণ মন্ত্র নিয়োগ করা হবে সবকটি পদে।
বয়সের উর্ধ্বসীমা ; 40 বছর।
আবেদন ফি: 25 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি দিতে হবে না।
আবেদন করার শেষ তারিখ : 28 শে জানুয়ারি।
ওয়েবসাইটের লিঙ্ক: https://www.upsconline.nic.in/
বিজ্ঞপ্তি লিংক: https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-01-2021-engl.pdf
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
পদের নাম : আশা কর্মী ।
শূন্যপদ : 224 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস নিয়োগ করবে ।
বয়সসীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দের ক্ষেত্রে বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে 1 জানুয়ারি 2021 তারিখ হিসেবে।
আশা কর্মী পদে নিয়মাবলী : আবেদনকারীদের অবশ্যই হতে হবে কেবলমাত্র বিধবা বিবাহ বিচ্ছিন্ন আবেদনযোগ্য আবেদনকারীদের অবশ্য সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে আবেদনে সমস্ত নথি পত্র আবেদন তার নিজস্ব ব্লক অফিসের ঠিকানা জমা দিতে হবে আবেদনকারী জমা দেয়া যাবে 4 জানুয়ারি থেকে 17 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত আবেদনে সমস্ত ডকুমেন্ট এক কপি জেরক্স নিয়ে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ: 6 জানুয়ারি থেকে 17 জানুয়ারি বিকাল 5 টা পর্যন্ত।
বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Notification_ASHA_2021_Howrah.pdf
গ্রাম রসগের সেবাপদে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ভারতীয় আবেদন করতে পারবেন এই পদের জন্য।
শূন্য পদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিজ্ঞান / বৃত্তিমূলক পাশ করেছে পদার্থবিজ্ঞান এবং গণিতের সাথে বাধ্যতামূলক বিষয় হিসাবে স্ট্রিম এন্ড উচ্চমাধ্যমিক পরীক্ষা বা কোনও স্বীকৃত বোর্ড / কাউন্সিল থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর।
মাসিক বেতন : 12,000 টাকা।
বয়স সীমা : 01.01.2021 হিসাবে 18 - 35 মধ্যে বয়স হতে হবে ।
আবেদনের শেষ তারিখ : 27 জানুয়ারি 2021 বিকাল 5 মধ্যে পাঠাতে হবে।
ওয়েবসাইটের লিঙ্ক: https://www.malda.gov.in/recruitments
কোন মন্তব্য নেই: