Google

Ad

SSC GD constable recruitment 2021 কবে থেকে আবেদন করা যাবে পড়ে নিন বিস্তারিত

 


আগামী 25 শে মার্চ প্রকাশিত হলে হতে চলেছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :  মাধ্যমিকের সঙ্গে সমতুল্য পরীক্ষার পাশ করে থাকতে হবে।

প্রার্থীদের নিয়োগ করা হবে CRPF, CISF, BSF, ITBP, অসম রাইফেলস ও NIA র আধাসেনা-কনস্টেবল (GD) পোস্টে। আধাসেনা সংক্রান্ত পোস্ট হওয়ায় এই পরীক্ষায় শারীরিক ফিটনেস গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে প্রস্তুতি শুরু করাই ভাল শারীরিক ফিটনেসের পাশাপাশি অনলাইন পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে।

বয়স সীমা :  18 - 30 বছরের মধ্যে বয়স হতে হবে।

প্রথম স্তরে প্রার্থীদের কম্পিউটারে ভিত্তিতে সাধারণ অ্যাপ্রেন্টিস জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষার প্রশ্নের মান হবে দশম শ্রেণির ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ও রিজনিং এবং এর ওপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।

এবং দ্বিতীয় স্তরে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও আধাসেনা জাতীয় চাকরি একটি গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি দ্রুত গতিতে দৌড়া সব ক্ষমতা থাকতে হবে এবং দুটি পরীক্ষা নম্বর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা  লিস্ট প্রকাশিত করা হবে।

ওয়েবসাইটের লিংক : https://ssc.nic.in/

SSC GD constable recruitment 2021 কবে থেকে আবেদন করা যাবে পড়ে নিন বিস্তারিত SSC GD constable recruitment 2021 কবে থেকে আবেদন করা যাবে পড়ে নিন বিস্তারিত Reviewed by Karmasandhan Recruitment on মার্চ ১৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.