চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে মসলা গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে টেকনিক্যাল পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম : টেকনিক্যাল এনালিস্ট।
মোট শূন্যপদ : 6 টি ।
বয়স সীমা : 18.6.21 প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে প্রার্থীরা বয়স অনুযায়ী ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা : রাসায়নিক বিদ্যার ক্ষেত্রে প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি ও স্নাতক স্তর হতে হবে প্রার্থীদের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও বিশ্ববিদ্যালয় থেকে ফুট অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 30,000 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনকারীদের যেকোনো অফিসারের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট অফিসে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র।
চেন্নাই -sbchennairecruitment@gmail.com
মুম্বাই -sbmumbairecruitment@gmail.com;
কলকাতা -sbkolkatarecruitment@gmail.com
রাইবারেলি -sbchennairecruitment@gmail.com
বিজ্ঞপ্তির লিংক : http://indianspices.com/sites/default/files/Appd%20detailed%20advertisement.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: