Google

Ad

WBSSC ১০,০০০ শূন্যপদের রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | স্কুল সার্ভিস কমিশন | Group D Job West Bengal 2021


গত ২০১৭ ক্লার্ক ও গ্রুপ D পদের  জন্য নিয়োগ পরীক্ষা হয়েছিল আলাদা আলাদা দিনে এবং গতবারের যে সব নিয়মাবলী ছিল তা হলো👇


🔹শিক্ষাগত যোগ্যতা (গ্রুপ-C ও গ্রুপ-D) ছিল :-


১) আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। SC/ST/OBC প্রার্থীদের জন্য ছিল ৩ বছরের ছাড়।


২) শিক্ষাগত যোগ্যতা - ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পাস এবং গ্রুপ-ডি পদের ক্ষেত্রে ক্লাস এইট পাস৷


🔹পরীক্ষার ধাঁচ ছিল :-


১) ক্লার্ক পদে গ্রুপ-C পরীক্ষা হয় মোট  ১০০ নম্বরের। লিখিত পরীক্ষা ৬০ নম্বরের ৬০ টি প্রশ্ন। সিলেবাস ছিল - জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক (১৫ নম্বর করে)। ইন্টারভিউ, টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতার উপর ছিল ৩০ নম্বর। শিক্ষাগত যোগ্যতার উপর নম্বর ধার্য করা হয়েছে ১০।


২) গ্রুপ D-র ক্ষেত্রে পূর্ণমান ৫০। লিখিত পরীক্ষা হয় ৪৫ নম্বরের ৪৫টা প্রশ্ন। সিলেবাস ছিল - জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক (১৫ নম্বর করে)। নো নেগেটিভ মার্ক। ইন্টারভিউয়ে ছিল ৫ নম্বর।

WBSSC ১০,০০০ শূন্যপদের রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | স্কুল সার্ভিস কমিশন | Group D Job West Bengal 2021 WBSSC ১০,০০০ শূন্যপদের রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | স্কুল সার্ভিস কমিশন  | Group D Job West Bengal 2021 Reviewed by Karmasandhan Recruitment on জুন ১৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.