Google

Ad

কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পদে, দেওয়া হবে স্টাইপেন্ড | Kolkata Metro Rail | 8th Pass Jobs In kolkata



 রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কলকাতা মেট্রোর তরফ থেকে ১২৩ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। নূন্যতম অষ্টম পাশ হলেও আবেদন করা যাবে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক পদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। স্টাইপেন্ড দেওয়া হবে প্রতিমাসে। জেনে নিন বিস্তারিত।




নিয়োগ করা হবে ফিটার, ইলেক্ট্রিসিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক ) এবং প্লাম্বার পদে।

শিক্ষাগত যোগ্যতা: ওয়েল্ডার পদের জন্য এইট পাশ করে থাকলেই আবেদন করা যাবে। আর বাকি পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার কেবল মাধ্যমিক পাশ।



সর্বনিম্ন ১৪ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। স্টাইপেন্ড: প্রতিমাসে ৭,৭০০ থেকে ১০,০০০ টাকা।




আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। সর্বপ্রথমে https://apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, বয়স মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত হতে হবে। তারপর যেই পদে আবেদন করতে চান সেই পদ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। ২৩ এপ্রিল এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। খুব শীঘ্রই এর আবেদন প্রক্রিয়া শেষ হবে। বিশদ তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করুন।

 
কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পদে, দেওয়া হবে স্টাইপেন্ড | Kolkata Metro Rail | 8th Pass Jobs In kolkata কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পদে, দেওয়া হবে স্টাইপেন্ড | Kolkata Metro Rail | 8th Pass Jobs In kolkata Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ১৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.