Google

Ad

5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF



1. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?

উত্তর - ভ্যাটিকান সিটি ।


2. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?

উত্তর- রোম ।


3. দৈর্ঘ্য , প্রস্থ , উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ?

উত্তর - সময় ।


4. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?

উত্তর - যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ।


5. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?

উত্তর - এলাহাবাদ ।


6. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?

উত্তর - চিপকো আন্দোলন ।


7. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?

উত্তর - সম্বর হরিণ ।


8. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?

উত্তরঃ ভারত – পাকিস্তান ।


9. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ বিহার – উত্তরপ্রদেশ ।


10. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?

উত্তরঃ হায়দ্রাবাদ ।


11. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?

উত্তরঃ সেকস্ট্যান্ট যন্ত্র ।


12. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

উত্তরঃ আলাস্কার হুর্বার্ড ।


13. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উত্তরঃ নরওয়ের সেভলে ফিয়র্ড ।


14. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?

উত্তরঃ কোর বা তাল ।


15. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ।


16. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ মাউন্ট ব্ল্যান্ক ।


17. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।


18. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে ।


19. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

উত্তর- মরু অঞ্চলে ।


20. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি ” কে কী বলে ?

উত্তর - আরোরা বেরিয়ালিস ।


21. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তরঃ সরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত


22. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)


23. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ কলসুবাই(1646 মিটার)


24. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মেঘালয়


25. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ


26. “কচ্ছ ” শব্দের অর্থ কী?

উত্তরঃ জলাময় দেশ


27. “Sky River ” নামে কোন নদী পরিচিত?

উত্তরঃ ব্রহ্মপুত্র


28. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ তাওয়াই


29. ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড় ” বাঁধ কে “কানাডা বাঁধ ” বলা হয় কেন?

উত্তরঃ 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ


30. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ কেরালার কোলাম জেলাতে ৷


31. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?

উত্তরঃ Kunchikal Falls (455 মিটার)


32. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ হনুলুলুতে


33. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?

উত্তরঃ 2 রা ফেব্রুয়ারি


34. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?

উত্তরঃ 1975


35. কার্বন মুক্ত দেশ কোনটি?

উত্তরঃ ভুটান


36. কাঞ্চনজংঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায়?

উত্তরঃ 18 জুলাই 2016


37. সুন্দরবন UNESCO এর World Heritage Siteএর তালিকায় কবে স্থান পায়?

উত্তরঃ 1987


38. ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?

উত্তরঃ 35 টি


39. “চিপকো ” কথার অর্থ কী?

উত্তরঃ জড়িয়ে ধরা

5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF 5000+ জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর PDF Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.