Google

Ad

পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs



আজকের কারেন্ট অ্যাফেয়ার্স : 24/08/2021


1) ভারতের বৃহত্তম ভাসমান সােলার PV প্রজেক্ট তৈরি হলাে অন্ধ্রপ্রদেশের

বিশাখাপত্তনমে , (ক্ষমতা - 25 মেগাওয়াট, তৈরি করল NTPC)।

2) Cybersecurity Multi-Donor Trust Fund' লঞ্চ করল বিশ্ব ব্যাঙ্ক ,

(প্রেসিডেন্ট - ডেভিড মালপাস, হেডকোয়ার্টার - ওয়াশিংটন ডিসি)।


3) ভারতের সর্বোচ্চ হার্বাল পার্ক তৈরি হয়েছে উত্তরাখণ্ডের মানা গ্রামে

(উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী - পুষ্কর সিং ধামী, রাজ্যপাল - বেবিরানি মৌর্য)।

4) বিখ্যাত উৎসব ‘ওনাম’ অনুষ্ঠিত হলাে কেরালায়

(মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন, রাজ্যপাল - আরিফ মােহাম্মদ খান)।

5) টোকিও প্যারা অলিম্পিক 2020 এর অফিশিয়াল পার্টনার হলাে Thums up ,

(খেলাটি অনুষ্ঠিত হবে 24 শে আগস্ট থেকে 5 সেপ্টেম্বর অবধি)।34 টি লােয়ার আর্থ অরবিট স্যাটেলাইট লঞ্চ করল OneWeb ,(OneWeb হেডকোয়ার্টার - লন্ডন , ইউনাইটেড কিংডম)।

6) সম্প্রতি ICICI Bank জার্মানিতে ছাত্র-ছাত্রীদের digital and instant blocked

account লঞ্চ করল , (সিইও - সন্দীপ বক্সী , হেডকোয়ার্টার – ভদোদরা)।

7) ম্যালেরিয়া ও ডেঙ্গু দূরীকরণে 10 mins and 10 am ক্যাম্পেইন লঞ্চ করল

হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন , (প্রত্যেক রবিবারেই ক্যাম্পেইন করা হবে)।

8) হরিয়ানার হিসার এয়ারপাের্ট এর নাম পরিবর্তন করে রাখা হলাে মহারাজা

অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোের্ট , (মুখ্যমন্ত্রী - মনােহর লাল খাট্টার)।

9) ‘URJA' নামে চ্যাটবট লঞ্চ করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।

পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs পশ্চিমবঙ্গের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স - daily current affairs Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.