Google

Ad

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali



1) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


2) ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? 

উত্তর:ICICI BANK OF INDIA


3) “Big Push Theory” র স্রষ্টা? 

উত্তর: আর রোডান


4) Per Capita income এ কোন রাজ্য প্রথম? উত্তর:: গোয়া


5)Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? 

উত্তর: money which comes easily goes easily


6) (NSSO) কোথায় অবস্তিত ? 

উত্তর:ভারতে 


7)FATHER OF Economics? 

উত্তর:: Adam smith


8) WTO এর হেডকোয়ার্টার? 

উত্তর:: জেনেভা


9) WTO এর পুরোনো নাম? 

উত্তর:: GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়


10) আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? 

উত্তর:: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


11) সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 

উত্তর:: আই টি


12) মুদ্রাস্ফীতি কি কারণে হয়? 

উত্তর:: ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস


13) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? 

উত্তর:: রত্ন ও অলংকারাদি থেকে


14) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর:: সারনাথ


15) ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 

উত্তর:: 1991 সালে


16) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? 

উত্তর:: পঞ্চম পরিকল্পনা


17) Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:: ল্যাটিন


18) ‘Planned Economy for India’ বইয়ের লেখক? 

উত্তর:: M Vishveshwar


19) ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? 

উত্তর:: সিকিম


20) RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? 

উত্তর:: বাঘ


*গুরুত্বপূর্ণ কিছু জীববিদ্যার Important For WBP*

 


১) মূলের ত্বকে এপিব্লেমা বলে।


২) পাতার এবং কাণ্ডের ত্বকে এপিডার্মিস বলে।


৩) ত্বকে মেলানিন থাকায় সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পায় ।


৪) ত্বকে দুই প্রকার ঘর্মগ্রন্থি থাকে এক্রেইন গ্রন্থি অ্যাপোক্রেইন গ্রন্থি।


৫) পতঙ্গের রঞ্জক বিন রক্তকে হিমোলিম্ফ বলে।


৬) ব্যাঙের হৃৎপিণ্ডকে মিশ্র হৃৎপিণ্ড বলি;


৭) রজন রংশিল্পে ব্যবহৃত হয়।


৮) বহিঃনিষেক দেখা যায় ব্যাংক ও মাছে।


৯) পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে প্ল্যানেরিয়া নাম প্রানী।


১০) সর্বপ্রথম প্রার্থনাকারী করা হয় টমেটো গাছে।

ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali ইকোনমিকস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর - Economics Gk In Bengali Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ৩১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.