কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে calcutta high court recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মোট শূন্যপদ : 14টি।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং বাংলা ভাষা ও ইংরেজি ভাষা বলতে ও লিখতে জানতে হবে এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 56,100 থেকে 1,44,300 টাকা ।
বয়স সীমা : 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি : জেনারেল ও ওবিসি প্রার্থীদের 800 টাকা এবং এসসি এসটি সংরক্ষিত প্রার্থীদের 400 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যাবতীয় ডকুমেন্ট সংযুক্ত করে কলকাতা হাইকোর্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ 8.10.2021।
ওয়েবসাইটের লিংক : https://www.calcuttahighcourt.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/4956
কোন মন্তব্য নেই: