Google

Ad

West Bengal Police Last Night suggestion



 ৬০. ১৯১৬ সালে হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ অ্যানি বেসান্ত।


৬১. দানসাগর গ্রন্থের রচয়িত

উত্তরঃ বল্লাল সেন।


৬২. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ উত্তরাখণ্ড।


৬৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?

উত্তরঃ ১২নং ধারায়। 


৬৪. মালিক কাফুর কে ছিলেন?

উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতি। 


৬৫. কে প্রথম রোবট আবিস্কার করেন?

উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার। 


৬৬. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে ?

উত্তরঃ হরমোন। 


৬৭. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?

উত্তরঃ ২৮০নং ধারা।


৬৮. কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ? 

উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর। 


৬৯. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন ?

উত্তরঃ মাদাম কামা। 


৭০. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?

উত্তরঃ ২৮নং ধারা।


৭১. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?

উত্তরঃ সৈয়দ আমেদ খান। 


৭২. কনিষ্কের সভাকবি কে ছিলেন ? 

উত্তরঃ অশ্বঘোষ।


৭৩. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?

উত্তরঃ ২৪টি।


৭৪. কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?

উত্তরঃ ব্রোমিন।


৭৫. নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ পৃথিবীকে।


৭৬. কত সালে রাওলাট আইন পাস হয় ? 

উত্তরঃ ১৯১৯ সালে।


৭৭. রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে ?

উত্তরঃ আয়রনের অভাবে।


৭৮. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

উত্তরঃ বুধ।


৭৯. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।


৮০. ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ?

উত্তরঃ আইনস্টাইন। 


৮১. শীতকালীন অলিম্পিক ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তরঃ মিলানো কর্টিনা, ইতালি।


৮২. জামা মসজিদ কে নির্মান করেন ? 

উত্তরঃ শাহজাহান।


৮৩. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ রাজা রামমোহন রায়। 


৮৪. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ বিলিয়ার্ড বা স্নুকার। 


৮৫. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ব্যাডমিন্টন।


৮৬. দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আলাউদ্দিন খিলজি। 


৮৭. গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ বিহার। 


৮৮. ভিটামিন E এর অভাবে হয় ?  

উত্তরঃ বন্ধ্যাত্ব। 


৮৯. দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ধনুর্বিদ্যা। 


৯০. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ ওড়িশা।


৯১. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় ? 

উত্তরঃ ভিটামিন K এর অভাবে।  


৯২. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?  

উত্তরঃ ভিটামিন D এর অভাবে। 


৯৩. জীবাণু বিদ্যার জনক কে ?

উত্তরঃ লুই পাস্তুর। 


৯৪. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?

উত্তরঃ লাভা শিলা।


৯৫. মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয় ?

উত্তরঃ অসদবিম্ব।  


৯৬. মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আকবর


৯৭. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ মঙ্গলকে।


৯৮. পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

উত্তরঃ শুক্র গ্রহকে।


৯৯. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ উইলিয়াম জোন্স। 


১০০. তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।

West Bengal Police Last Night suggestion West Bengal Police Last Night suggestion Reviewed by Karmasandhan Recruitment on সেপ্টেম্বর ২০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.