Google

Ad

মাধ্যমিক পাশে সাহিত্য একাডেমি দপ্তরে ক্লার্ক ও MTS নিয়োগ করা হচ্ছে sahitya akademi recruitment 2021

 চাকরি প্রার্থীদের জন্য সুখবর সাহিত্য একাডেমী অধীনে মাল্টিটাস্কিং স্টাফ জুনিয়র ক্লার্ক ও একাউন্টেন্ট পদে চাকরির সুযোগ গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আইটিআই পাসে চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন


পদের নাম : জুনিয়র ক্লার্ক

শূন্যপদ : 3 টি 

শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে 35 টি শব্দ থাকতে হবে অথবা হিন্দিতে প্রতি শব্দের 30 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর দক্ষতা থাকতে হবে প্রার্থীদের

 মাসিক বেতন : 19,900 থেকে 63,200 টাকা

 বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে


পদের নাম : মাল্টিটাস্কিং স্টাফ

শূন্যপদ : 6 টি

 শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস অথবা আইটিআই পাশের সঙ্গে কম্পিউটার জানার জ্ঞান থাকতে হবে

মাসিক বেতন : 18,000 থেকে 56,900 টাকা

বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন 


পদের নাম : সেলস কাম অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ : 1টি

 শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন

 মাসিক বেতন : 35,400 থেকে 1,12 400 টাকা

 বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন


পদের নাম : ডেপুটি সেক্রেটারি জেনারেল

শূন্যপদ : 1টি

 শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং পাবলিকেশন এবং প্রমোশন এর ক্ষেত্রে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের

 মাসিক বেতন : 67, 700 থেকে 20,8700 টাকা

বয়সসীমা : 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে 


পদের নাম : অ্যাসিস্ট্যান্ট এডিটর

শূন্যপদ : 1টি

 মাসিক বেতন : 56,100 থেকে 177 ,500 টাকা

 শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস ডিগ্রী অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং হিন্দি ও ইংরেজি ভাষায় ভারতীয় ভাষা জানতে হবে এবং অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

 বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে


পদের নাম : অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

শূন্যপদ : 1টি

 মাসিক বেতন : 56100 থেকে 177, 500 টাকা

 শিক্ষাগত যোগ্যতা : সায়েন্স শাখা থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং যেকোন স্বীকৃত প্রতিষ্ঠানটিকে লাইব্রেরীতে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে

 বয়সসীমা : সর্বোচ্চ বয়সসীমা 50 বছর


পদের নাম : প্রোগ্রাম অফিসার

শূন্যপদ : 2 টি

 মাসিক বেতন : 56100 থেকে 177, 500 টাকা

 শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজী এবং হিন্দি ভাষায় জ্ঞান থাকতে হবে

 বয়সসীমা : সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে


পদের নাম : সিনিয়র একাউন্টেন্ট

শূন্যপদ : 2টি

 মাসিক বেতন : 35,400 থেকে 1,12400 টাকা

 শিক্ষাগত যোগ্যতা : কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েশন পাস এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর দক্ষতা হতে হবে প্রার্থীদের

 বয়সসীমা : সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে


আবেদনের পদ্ধতি :  আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে এবং সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে সাহিত্য একাডেমী অফিসের পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ 2 অক্টোবর 2021 আবেদন পৌঁছানো শেষ তারিখ 1ই নভেম্বর 2021


জুনিয়র ক্লার্ক : http://sahitya-akademi.gov.in/pdf/Junior%20Clerk.pdf


মাল্টিটাস্কিং স্টাফ : http://sahitya-akademi.gov.in/pdf/Multi%20Tasking%20Staff.pdf


সেলস কাম অ্যাসিস্ট্যান্ট : http://sahitya-akademi.gov.in/pdf/Senior%20Accountant.pdf


ডেপুটি সেক্রেটারি জেনারেল : http://sahitya-akademi.gov.in/pdf/DS(Publication).pdf


অ্যাসিস্ট্যান্ট এডিটর : http://sahitya-akademi.gov.in/pdf/Assistant%20Editor.pdf


অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান : http://sahitya-akademi.gov.in/pdf/Assistant%20Librarian.pdf


প্রোগ্রাম অফিসার : http://sahitya-akademi.gov.in/pdf/Programme%20Officer.pdf


সিনিয়র একাউন্টেন্ট : http://sahitya-akademi.gov.in/pdf/Senior%20Accountant.pdfচাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান


মাধ্যমিক পাশে সাহিত্য একাডেমি দপ্তরে ক্লার্ক ও MTS নিয়োগ করা হচ্ছে sahitya akademi recruitment 2021 মাধ্যমিক পাশে সাহিত্য একাডেমি দপ্তরে ক্লার্ক ও MTS নিয়োগ করা হচ্ছে sahitya akademi recruitment 2021 Reviewed by Karmasandhan Recruitment on অক্টোবর ২১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.