চাকরি প্রার্থীদের জন্য সুখবর পূর্ব রেলের তরফ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খেলাধুলা ও স্পোর্স কোটা নিয়োগ করা হবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন পত্র প্রক্রিয়া কলকাতা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ : 21 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
level-4 এবং level-5 যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক পাস বা সমতুল্য পাশে থাকলে আবেদন করতে পারবে।
বয়স সীমা : 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের ফি : 500 টাকা যারা অংশগ্রহণ করতে চান তাদের 400 টাকা ফেরত দেয়া হবে তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ও মহিলা প্রার্থীদের আবেদন ফি 250 টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 12 ই নভেম্বর সকাল 10 টা থেকে 11 ই ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত ।
ওয়েবসাইটের লিংক : https://139.99.53.236:8443/rrcer/index.jsp
বিজ্ঞপ্তি লিংক : https://139.99.53.236:8443/rrcer/Notification%20for%20Sports%20Quota%20(Open%20Advt.)%20for%202021-22.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: