রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটি তালিকা প্রকাশ করলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করেছিল এবং সমস্ত প্রার্থীরা অফলাইনে আবেদন করেছে তাদের প্রাপ্ত নম্বর 15.2.201 তারিখে প্রকাশিত হয়েছিল মেরিট লিস্টের মাধ্যমে তাদের মধ্যে 478 জন কে আরো একটি তালিকা প্রকাশ হলো।
প্রাথমিক শিক্ষক নিয়োগের গত 15 ই ফেব্রুয়ারি 2021 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে বিজ্ঞপ্তি দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া ডাকা হয়েছিল গত 20 সেপ্টেম্বর 2021 তারিখে স্কুটিনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 478 জন কে চূড়ান্ত বাছাই প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো এই তালিকা এই তালিকা রয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষিত প্রার্থীদের মধ্য থেকে 16500 শূন্য পদে শিক্ষক নিয়োগে বাকিদের ধাপে ধাপে নিয়োগ করা হবে সে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষের পথে।
বিস্তারিত দেখে নিন : http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notification%20for%20State%20Wide%20Merit%20List%20as%20on%2023.11.2021.pdf
কোন মন্তব্য নেই: