রাজ্যে পশুপালন দপ্তর কর্মী নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। west bengal animal department recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে অ্যানিম্যাল এন্ড ফিসারি সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে 6 মাসের চুক্তিভিত্তিতে।
পদের নাম : ল্যাবরেটরি আটটেনডেন্ট।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন সাইন্স শাখা থেকে।
মাসিক বেতন : 7000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : জুনিয়ার রিসার্চ ফেলো।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারবেন সাইন্স শাখা থেকে।
মাসিক বেতন : 31000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে যাবতীয় প্রমাণপত্র ডকুমেন্ট সংযুক্ত করে ইমেইল আইডিতে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ 9.12. 2021 তারিখ পর্যন্ত ইন্টারভিউ নেয়া হবে 9 ডিসেম্বর 2021 তারিখ।
আবেদন ফি : শূন্য।
Email-Eid : psiana11@gmail.com
ওয়েবসাইটের লিংক : http://wbuafscl.ac.in/
বিজ্ঞপ্তির লিংক : http://wbuafscl.ac.in/wp-content/uploads/2021/11/JRF_Lab-Attendant_Interview.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: