চাকরি প্রার্থীদের জন্য সুখবর BECIL কর্মী নিয়োগ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 500 টি ।
পদের নাম : ইনভেস্টিগেটর।
শূন্যপদ : 350 টি।
শিক্ষাগত যোগ্যতার : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 24000 টাকা।
পদের নাম : সুপারভাইজার।
শূন্যপদ : 150 টি।
শিক্ষাগত যোগ্যতার : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 30,000 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে অফলাইনে এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের তারিখ : 17 ই জানুয়ারি 2022 তারিখ থেকে আবেদন চলবে 25 শে জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদনের ফি : 500 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 350টাকা আবেদন ফি।
আবেদন পত্র পাঠানো যাবে ইমেইল আইডির মাধ্যমে : projecthr@becil.com
ওয়েবসাইটের লিংক : https://www.becil.com/vacancies
বিজ্ঞপ্তির লিংক : https://www.becil.com/uploads/vacancy/c79c96ccf8d70bbb4780262f34038e80.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
becil recruitment 2022,becil notification 2022,becil investigator recruitment 2022,becil investigator vacancy 2022,becil supervisor vacancy 2022,becil recruitment 2022 apply online
কোন মন্তব্য নেই: