চাকরি প্রার্থীদের জন্য সুখবর অষ্টম শ্রেণী পাশে রাজ্যের পৌরসভার গ্রুপ-ডি কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
পদের নাম : পরিবেশ বন্ধু।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
মাসিক বেতন : level-1 অনুযায়ী 2019 অনুপাতে গ্রুপ ডি পদে বেতন কাঠামো রয়েছে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র।
2) ভোটার কার্ড অথবা আধার কার্ড।
3)বয়সের প্রমাণপত্র অথবা কাস্ট সার্টিফিকেট এর জেরক্স।
4)পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন শুরু : 28 শে মার্চ 2022 তারিখ থেকে আবেদন চলবে 24 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 150 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা দিতে হবে আবেদন ফি।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 24.4.2022 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.mscwb.org/
আবেদনের লিংক : https://mscwbonline.applythrunet.co.in/
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
kmc recruitment 2022,kolkata municipal corporation recruitment 2022,kmc new recruitment 2022
কোন মন্তব্য নেই: