Google

Ad

ভারতীয় ডাক বিভাগে 97 হাজার শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। india post office recruitment 2022


চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় ডাক বিভাগে 97 হাজার 180 শূন্যপদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে কর্মসংস্থানের প্রশ্নে ডাহা ফেল মোদি সরকার দেশে বেকারত্ব চরমে উঠেছে অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে দেশব্যাপী বিক্ষোভ ফেটে পড়েছে যুব সমাজ সেই ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে মাধ্যমে স্থায়ী পদে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে।



আগামী লোকসভা ভোটের আগেই ভারতীয় ডাক বিভাগে লক্ষাধিক নিয়োগের পরিকল্পনা করছেকেন্দ্রীয় সরকার 2023-2024 সালে অবসর নেবেন এমন কর্মী ও পদোন্নতি কারণে তৈরি শূন্য পদেরসংখ্যাহিসাব করতে বলা হয়েছে আধিকারিকদের দাবি শুধুমাত্র ডাক বিভাগের লক্ষাধিক কর্মী নিয়োগকরা হবে এই নির্দেশে কেন্দ্র থেকে বেকার যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে

 

মোট শূন্যপদ :  97 হাজার 104 টি ।


পদের নাম :  পোস্টম্যান, এমটিএস, গ্রামীণ ডাক সেবক, অফিস অ্যাসিস্ট্যান্ট।


শিক্ষাগত যোগ্যতা :  যেকোন শাখা থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক  পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।


মাসিক বেতন 15, 500 থেকে 75,000  টাকা পর্যন্ত।


বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :  লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ র মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা


india post office recruitment 2022,post office recruitment 2022,india post office gds online form 2022,india post gds recruitment 2022,post office vacancy 2022



ভারতীয় ডাক বিভাগে 97 হাজার শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। india post office recruitment 2022 ভারতীয় ডাক বিভাগে 97 হাজার শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ। india post office recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on জুলাই ২২, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.