Google

Ad

রাজ্যের হোস্টেলে উচ্চ মাধ্যমিক পাশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। WB Hostel Staff Recruitment 2022


চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে হোস্টেলের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের নোটিশে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অধীনে মাদ্রাসা সংখ্যালঘু ছাত্রাবাস বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা :  উচ্চ মাধ্যমিক উর্ত্তীন্ন অথবা সমতুল্য  উচ্চ শিক্ষিতা থাকতে হবে।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :  লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


ইন্টারভিউ তারিখ : 30.8.2022 তারিখ সকাল 11 টা থেকে ইন্টারভিউ নেয়া হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে : 

1) আধার কার্ড।

2) ভোটার কার্ড।

3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।

4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

5) কাস্ট সার্টিফিকেট।

6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।


আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার শেষ তারিখ 26. 8. 2022 তারিখ বিকাল 4 টা পর্যন্ত ।


আবেদন ফি :  শূন্য।


Email-Id : bdonandigram1@gmail.com


ওয়েবসাইটের লিংক : https://purbamedinipur.gov.in/notice_category/recruitment/


 বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s373278a4a86960eeb576a8fd4c9ec6997/uploads/2022/08/2022081079.pdf


WB Hostel Staff Recruitment,WB Hostel Staff Recruitment 20222,12pass job,West Bengal Job Vacancy 2022

রাজ্যের হোস্টেলে উচ্চ মাধ্যমিক পাশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। WB Hostel Staff Recruitment 2022 রাজ্যের হোস্টেলে উচ্চ মাধ্যমিক পাশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ।  WB Hostel Staff Recruitment 2022 Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২০, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.