Google

Ad

মেসেঞ্জার এর সাথে জোড়ার পর নতুন এই দশটি ফিচার যুক্ত হলো ইনস্টাগ্রামে বিস্তারিত জেনে নিন

 ফেসবুক ইনস্টাগ্রাম কয়েকদিন আগেই জানিয়েছিল যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের দুটি প্লাটফর্ম  যেমন ইনস্টাগ্রম মেসেজেস জুড়ে দিলো একটি অ্যাপ থেকে আপনি কয়েকটি এপে মেসেজ করতে পারবেন নির্বাচিত কিছু লঞ্চের ব্যবহারকারী এই সুবিধা পাবেন পরবর্তীকালে বিশ্বের ব্যবহারকারীদের জন্য আপডেট আনা হবে এটি একটি অ্যাপ আপডেট সুতরাং যখনই এই নতুন ফিচার যুক্ত হবে তখন অ্যাপের মাধ্যমে এটি স্কিনে দেখা যাবে অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টাগ্রামের মতো ফেসবুক মেসেঞ্জার ফিচারস ইনস্টাগ্রাম সামগ্রিকভাবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দশটি নতুন ফিচার পাবেন তাদের মেসেঞ্জারে মতন সুবিধা পেতে পারেন বিস্তারিত জেনে নিন 



এবার থেকে ইন্সটাগ্রাম ফিচারস লঞ্চ করল ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে ফিচারটি উপলব্ধ এর মধ্যে ইউজারদের ভিডিও কলের সুবিধা পাবেন ফেসবুক টিভি একসাথে দেখতে পাবেন

এই বিচার শেষ হলে মেসেজ পড়ার পর চ্যাট থেকে বেরিয়ে এলে মেসেজ ডিলিট হয়ে যাবে আপনারা ইচ্ছেমতন আপনি সেটিংস করতে পারবেন

আপনি চাইলে নিজের সেলফি দিয়ে বুমেরাং স্টিকার তৈরি করতে পারেন এবং এই অ্যাপে শেয়ার করতে পারেন।

মেসেঞ্জার এ বিভিন্ন ব্যক্তির চ্যাটের জন্য আলাদা আলাদা রঙ বেছে নেওয়া যায়। এবার এই ফিচারটি ইনস্টাগ্রাম  পাওয়া যাবে। আপনি যখন কোন ব্যক্তির চ্যাটের রং পরিবর্তন করবেন তখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাপের মধ্যেও দৃশ্যমান হবে।


আপনি চাইলে নতুন মেসেঞ্জার রিঅ্যাকশন দিয়ে মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন। এমনকি আপনি গোটু ইমোজি বেছে নিয়ে শর্টকাট উপায়ে দ্রুত মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন।

আপনি এবার চাইলে ইনস্টাগ্রাম এ মেসেজ ফরোয়ার্ড করতে পারেন। অবশ্য আপনি সর্বাধিক পাঁচটি বন্ধু বা গ্রুপে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন। এই একই ফিচার গত মাসে ফেসবুক ও নিয়ে এসেছে।পরপর অনেক মেসেজ এলে আলাদা করে রিপ্লাই দেওয়া না গেলে খুব অসুবিধা হয়। এই সমস্যার সমাধানও চলে এসেছে। এবার থেকে ইনস্টাগ্রাম এ মেসেঞ্জার এর মতোই একটি বিশেষ মেসেজ সিলেক্ট করে সরাসরি রিপ্লাই করা যাবে।

রঙিন চ্যাট যদি আপনার জন্য যথেষ্ট না হয় তাহলে অ্যানিমেটেড মেসেজ এফেক্ট দিয়ে মেসেজের সাথেvisual flair যোগ করতে পারেন।

কে আপনাকে DM করতে পারবে তা বেছে নিতে পারেন আপনি নিজেই। এমনকি চাইলে কাউকে ব্লক করেও রাখতে পারেন।

ইনস্টাগ্রাম  এ আপনি মেসেজ রিপোর্ট করতে পারেন। কিন্তু এর পাশাপাশি এখন সম্পূর্ণ চ্যাটও রিপোর্ট করা যাবে। 

মেসেঞ্জার এর সাথে জোড়ার পর নতুন এই দশটি ফিচার যুক্ত হলো ইনস্টাগ্রামে বিস্তারিত জেনে নিন মেসেঞ্জার এর সাথে জোড়ার  পর নতুন এই দশটি ফিচার যুক্ত হলো ইনস্টাগ্রামে বিস্তারিত জেনে নিন Reviewed by Karmasandhan Recruitment on অক্টোবর ০৪, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Ad Home

Blogger দ্বারা পরিচালিত.