স্টাফ নার্স 370 জন কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (staff nurse recruitment 2021 in west bengal)
ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এ স্টাফ নার্স এর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু ভারতীয়রা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 370 টি।
শিক্ষাগত যোগ্যতা : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ঝারখন নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ইনস্টিটিউট থেকে বিএসসি অনার্স নার্সিং বিএসসি নার্সিং অথবা ইন্ডিয়া নার্সিং কাউন্সিল নার্সিং কাউন্সিল প্রতিষ্ঠান থেকে বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং আবেদন করতে পারবেন।
কাজের অভিজ্ঞতা দু'বছরে থাকতে হবে।
বয়স সীমা : 31 শে মার্চ 2021 তারিখ হিসাবে বয়সের উর্ধ্বসীমা 35 বছর প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : 600 টাকা সঙ্গে ব্যাংক চার্জ কাটবে ।
আবেদনের পদ্ধতি ; অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে 30 এপ্রিল বিকাল 5 টা পর্যন্ত ।
ওয়েবসাইটের লিংক : http://www.rimsjobs.com/Landing.aspx
বিজ্ঞপ্তির লিংক : https://www.rimsranchi.org/current/images/2021/pdf/13_03_21_advt_staffnurse_grade_a.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: