পশ্চিমবঙ্গের পৌরসভায় 285 শূন্যপদে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ KMC Recruitment 2022 Kolkata Municipal Corporation
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা ।
পদের নাম : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ।
শূন্য পদ : 285 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ এন এম ও জি এন এম পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন : 13000 টাকা ।
বয়স সীমা : 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী ।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 280.8.2022 তারিখ পর্যন্ত ।
আবেদন ফি : শূন্য ।
ওয়েবসাইটের লিংক : https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp
বিজ্ঞপ্তি লিংক : https://www.kmcgov.in/KMCPortal/downloads/NUHM_Community_Health_Assistant_22_07_2022.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: